Header Ads

Header ADS

বাংলা সাহিত্যের শর্টকাট প্রস্তুতি. specialbcsbatch


৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা সাহিত্যের শর্টকাট প্রস্তুতি
লিখেছেন : কাওছার হোসেন
জগতে নাকি অলসরাই বেশি দক্ষ অার স্মার্ট। কারণ, অলসরা কোন কাজ করতে গেলে সেটার শর্টকাট উপায় খুঁজে বের করে যাতে কাজ শেষে শান্তিতে ঘুমাতে পারে। তাঁরা অারাম-অায়েশের জন্য শর্টকাটে কাজটি করলেও অজস্র অলসদের জন্য তা হয়ে যায় একরকম দিক-নির্দেশনা . অাসুন অাইলসাদের কর্মকাণ্ড দেখি।
বিসিএস প্রিলিতে যেসকল কবি-সাহিত্যিকদের থেকে এ যাবত প্রশ্ন এসেছে তাদের সম্পর্কে যেকোন বই থেকে অামরা পড়তেই পারি। তবে,যারা একটু অাইলসা তাঁরা বার বার মোটা মোটা বই-এর সূচিপত্র থেকে খুঁজে খুঁজে কবি/সাহিত্যিকদের নাম বের করে না। এ কারণেই তাঁরা গর্বিত অলস। তাঁরা কী করে? সেটা না হয় শেষে জানব। এখন জেনে নেই, এ যাবত কোন কোন মহামানবদের সৃষ্টিকর্ম/জীবনী থেকে পিএসসি প্রশ্ন করেছে ~
.
১। হুমায়ুন আজাদ [৩৭]
২। সেলিম আল দীন [৩৭]
৩। ড. মুহাম্মদ শহীদুল্লাহ [৩৭, ২৬, ২৪, ২৪ (বাতিল), ২১]
৪। কাজী নজরুল ইসলাম [৩৭, ৩৬, ৩২, ২৯, ২৮, ২৬, ২৪, ২৪ (বাতিল) , ২২, ২১, ২০, ১৯, ১৬, ১৪]
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় [৩৭, ৩৫, ৩১, ৩০, ১৬]
৬। রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭, ৩৬, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৬, ২৫, ২৪, ২৪ (বাতিল), ২২, ২১,২০, ১৮, ১৬, ১৪, ১০,
৭। মুহাম্মদ আব্দুল হাই [৩৭]
৮। কায়কোবাদ [৩৭]
৯। শামসুর রাহমান [৩৭, ৩৪, ৩০, ২০]
১০। সৈয়দ মুস্তফা সিরাজ [৩৭]
১১। সৈয়দ শামসুল হক [৩৬]
১২। জসীম উদ্দীন [৩৬, ৩৪, ৩১, ২৫, ২৪, ১৪, ১০]
১৩। মুনীর চৌধুরী [৩৬, ২১, ১৮, ১৩]
১৪। মীর মোশাররফ হোসেন [৩৬, ৩০, ২০, ১৪]
১৫। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় [৩৬]
১৬। মাইকেল মধুসূদন দত্ত [৩৬, ৩৫, ৩৪, ৩১, ২৫, ২১, ১৩]
১৭। আবু জাফর ওবায়দুল্লাহ [৩৬, ২৭]
১৮। শওকত ওসমান [৩৬, ২৮]
১৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর [৩৫, ৩৪, ৩১, ২১]
২০। প্রথম চৌধুরী [৩৫, ৩২, ২৭, ২৪ (বাতিল), ১৭, ১৪]
২১। আখতারুজ্জামান ইলিয়াস [৩৫, ২০]
২২ । নির্মলেন্দু গুণ [৩৫]
২৩। সুনীল গঙ্গোপধ্যায় [৩৫]
২৪। দীনবন্ধু মিত্র [৩৪, ২৮, ১৬]
২৫। রামনারায়ন তর্করত্ন [৩৪]
২৬। সৈয়দ মুজতবা আলী [৩৪]
২৭। সৈয়দ আলী আহসান [৩৪]
২৮। মানিক বন্দ্যোপাধ্যায় [৩৩, ৩২, ১৩]
২৯। সুনীতিকুমার চট্টোপাধ্যায় [৩২, ২২]
৩০। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় [৩০, ২৭, ২২]
৩১। সৈয়দ মুজতবা আলী [২৯]
৩২। ইসমাইল হোসেন সিরাজী [২৯]
৩৩। জীবনানন্দ দাশ [২৮, ১৬]
৩৪।ফররুখ আহমেদ [২৯, ২৮, ২২, ১৭]
৩৫। আনোয়ার পাশা [২৬, ২৪]
৩৬। আনোয়ার পাশা [২৬, ২৪]
৩৭। দীনেশ চন্দ্র সেন [২৫]
৩৮। এয়াকুব আলী [২৪ (বাতিল)]
৩৯। সিকান্দার আবু জাফর [২৪ (বাতিল),১৬]
৪০। আব্দুল গাফফার চৌধুরী [১০]
৪১। গিরিশ চন্দ্র সেন [১০]
৪২। বিহারী লাল রায় [১১, ১৪]
৪৩। আহমেদ শরীফ [২২]
৪৪। মোহাম্মদ ওয়াজেদ আলী [২২]
৪৫। মোহাম্মদ আব্দুল হাই [২২]
৪৬। সৈয়দ আলী আহসান [২২]
৪৭। মোঃ নাসিরুদ্দীন [২২]
৪৮। চন্ডীদাস [২২, ২১]
৪৯। সৈয়দ ওয়ালীউল্লাহ [২১]
৫০। সুকুমার রায় [২১]
৫১। দ্বিজেন্দ্রলাল রায় [১৯]
৫২। সমর সেন [৩৭, ২১]
৫৩। নীরদচন্দ্র চৌধুরী [২০]
৫৪। কাজী আব্দুল ওদুদ [২০, ১৫]
৫৫। হাসান হাফিজুর রহমান [২০, ১৬]
৫৬। শহীদুল্লাহ কায়সার [২০]
৫৭। হুমায়ুন আহমেদ [২০]
৫৮। কাজী ইমদাদুল হক [১৮]
৫৯। সতেন্দ্রনাথ দত্ত [১৭]
৬০। ওয়াকিল আহমেদ [১৭]
৬১। মোঃ লুৎফর রহমান [১৭]
৬২। ভারতচন্দ্র রায়গুণাকর [১৭]
৬৩। শেখ ফজলল করীম [১৬, ১৫]
৬৪। গিরিশচন্দ্র সেন [১৬]
৬৫। প্যারীচাঁদ মিত্র [১৫]
৬৬। আল মাহমুদ [১৪]
৬৭। ফকির গরীবুল্লাহ [১৪]
.
অাসুন এবার অাইলসারা কী করে সেটা জানি।
ক) অলসরা খাটুনিটা একবারেই খাটে, বার বার না। যেমনঃ বার বার সূচিপত্র ঘেঁটে মহামানবদের খুঁজে বের করে না। তাঁরা তবে কী করে? তাঁরা করে নিম্নোক্ত কার্যাবলী -
৬৭। ফকির গরীবুল্লাহ - প্রফেসর্স - ৪৮৩ (পৃষ্ঠা), সৌমিত্র - ২৮৫ (পৃষ্ঠা)
৬৬। অাল মাহমুদ - সৌমিত্র - ৩১২ (পৃষ্ঠা), প্রফেসর্স - ৭৯৪ (পৃষ্ঠা)
৬৫। প্যারীচাঁদ মিত্র - প্রফেসর্স - ৭২৪ (পৃষ্ঠা), সৌমিত্র - ৩৮৮ (পৃষ্ঠা)
৬৪। গিরিশচন্দ্র সেন - প্রফেসর্স - (পৃষ্ঠা), সৌমিত্র -
৬৩। শেখ ফজলল করীম - প্রফেসর্স - (পৃষ্ঠা), সৌমিত্র - (পৃষ্ঠা)
এভাবে তাঁরা খাতায় অথবা পিসিতে লিখে রাখে:P যাতে সূচিপত্র ঘেঁটে বের করার জন্য বার বার সময় অপচয় করতে না হয়।
খ) তাঁরা (অলসরা) শুধু সে বিষয়গুলো দাগায়/নোট করে যেগুলো তাদের নিকট এলোমেলো লাগে যাতে পরীক্ষার দুদিন অাগে ফাইনাল রিভিশন শুরু করলেও মাত্র ২ (দুই) ঘণ্টায় বাংলা সাহিত্য রিভিশন দিতে পারে। যেমনঃ
প্যারীচাঁদ মিত্রঃ
_____________
১। প্যারীচাঁদ মিত্র স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নাম - প্যারীচাঁদ মিত্র এন্ড সন্স।
২। প্যারীচাঁদ মিত্র ছিলেন ডিরোজিওর ভাবশিষ্য ও একজন ইয়ংবেঙ্গল।
৩। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়- 'কৃষি বিষয়ক বিবিধ সংগ্রহ' নামক পুস্তক।
৪। চিরস্থায়ী বন্দোবস্ত সমালোচনা করে রচিত প্রবন্ধের নাম - 'The Zamindar and Royats.
৫। সাধু ও কথ্য ভাষার মিশ্রণে প্যারীচাঁদ মিত্র প্রবর্তন করে - 'অালালী ভাষা'
গ) যা নোট করার দরকার নাইঃ যা অামরা জানি/সহজে ভুলি না, তা নোট করে বা রিভিশন দেয়ার সময় চোখ বুলিয়ে সময় নষ্ট করার প্রয়োজন অাছে কী?
যেমনঃ
১। বিদ্রোহী কবি - কাজী নজরুল ইসলাম
২। বিশ্বকবি - রবীন্দ্রনাথ ঠাকুর
৩। পল্লীকবি - জসীম উদ্দীন
৪। ইসলামী রেনেসাঁর কবি - ফররুখ অাহমদ
৫। বাংলা ভাষায় প্রথম উপন্যাস - অালালের ঘরের দুলাল
৬। ছোটগল্পের জনক - রবীন্দ্রনাথ ঠাকুর
৭। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন - চর্যাপদ
৮। ধারাবাহিকভাবে বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন
৯। অন্ধকার যুগ - ১২০১ - ১৩৫০
১০। শেষের কবিতা - উপন্যাস।
.
[পড়াশুনা বিষয়ে ফেসবুকে পরামর্শ দেয়ার ধৃষ্টতা দেখাইনি জীবনে কোন দিন। তবে নোট শেয়ার করেছি। অাশা করি অাজকেও এটাকে কেউ পরামর্শ হিসেবে নিবেন না। কারণ, পরামর্শ দেয়ার সামর্থ্য ও যোগ্যতা কোনটাই অামার নাই। সবার জন্য শুভকামনা।]

No comments

ads

Powered by Blogger.