Header Ads

Header ADS

100 important question of bangla. specialbcsbatch




৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা ২য় পত্রে ধ্বনি বিজ্ঞান অধ্যায় থেকে ১-২ টা প্রশ্ন আসবেই । এই টেস্ট দিয়ে নিজেকে ঝালিয়ে নিন
# বাংলা_ধ্বনি_বর্ণ ও অন্যান্য বিষয়ে ১০০টি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক উত্তরসহ।
প্রশ্নঃ--০১
বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৩ টি
ঘ. ৯টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--০২
ত, থ, দ, ধ, ন হচ্ছে-
ক. তালব্যবর্ণ
খ. কণ্ঠবর্ণ
গ. দন্ত্যবর্ণ
ঘ. মূর্ধন্যবর্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ--০৩
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ক. ঘ
খ. ঠ
গ. প
ঘ. থ
উত্তরঃ গ
প্রশ্নঃ--০৪
যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
ক. ষ + ণ
খ. ষ + ঞ
গ. ষ + ন
ঘ. ষ + ঙ
উত্তরঃ ক
প্রশ্নঃ--০৫
কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি
খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. মিশ্র ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ--০৬
বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?
ক. বিন্যাসে
খ. আকৃতিতে
গ. অবস্থানে
ঘ. উচ্চারণে
উত্তরঃ খ
প্রশ্নঃ--০৭
বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
ক. ৩টি
খ. ১টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--০৮
নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
ক. ঙ ং ঞ ণ
খ. ন ঝ ধ ঙ
গ. থ ন ধ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ--০৯
অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--১০
বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?
ক. ২ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ--১১
বাংলা ভাষার পরাশ্রয়ী ধ্বনি কতটি?
ক. ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি
উত্তরঃ গ
প্রশ্নঃ--১২
ক্ষ কে ভাঙলে কোনটি হয় ?
ক. ষ + ক
খ. ক + ষ
গ. খ + খ
ঘ. ক + খ
উত্তরঃ খ
প্রশ্নঃ--১৩
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--১৪
কোনগুলো স্পর্শধ্বনি?
ক. ‘আ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ--১৫
বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ গ
প্রশ্নঃ--১৬
‘জ’ হল-
ক. জিহ্বামূলীয় বর্ণ
খ. তালব্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ
ঘ. ওষ্ঠ্য বর্ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ--১৭
যুক্তবর্ণের য ও ব উচ্চারিত হওয়ার সময় যে বর্ণটি সাথে যুক্ত হয় সেটি দ্বিত্ব হয়ে উচ্চারিত হয়। যেমন -
ক. কথ্য
খ. সত্য
গ. দ্বীপ
ঘ. পথ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ--১৮
কোনটি সঠিক ?
ক. উচ্চারণ ভুল হলে অর্থের পরিবর্তন ঘটে না
খ. উচ্চারণ ভুল হলে সব সময় অর্থের পরিবর্তন ঘটে
গ. মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ--১৯
শব্দের আদিতে অ -এর নাবোধকতার উদাহরণ কোনটি ?
ক. অমানিশা
খ. অনাচার
গ. যত
ঘ. কথা
উত্তরঃ খ
প্রশ্নঃ--২০
'র' বর্ণে দ্যেতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
ক. পার্শ্বিকধ্বনি
খ. তালব্যধ্বনি
গ. স্পর্শধ্বনি
ঘ. কম্পনজাত ধ্বনি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--২১
উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?
ক. ও, উ
খ. ই, ঈ
গ. অ্যায়
ঘ. আ, অ
উত্তরঃ খ
প্রশ্নঃ--২২
শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
ক. অন্তঃস্থ ধ্বনি
খ. নাসিক্য ধ্বনি
গ. উষ্মধ্বনি
ঘ. পরাশ্রয়ী বর্ণ
উত্তরঃ গ
প্রশ্নঃ--২৩
কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?
ক. ক, খ, গ, ঘ, ঙ
খ. ট, ঠ, ড, ঢ়, ণ
গ. ত, থ, দ, ধ, ন
ঘ. প, ফ, ব, ভ, ম
উত্তরঃ ক
প্রশ্নঃ--২৪
নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ঘ, ছ
খ. ণ, ন, ম
গ. ড, দ, ব
ঘ. ট, ত, প
উত্তরঃ ক
প্রশ্নঃ--২৫
নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ছ, ঝ
খ. ঠ, থ, ফ
গ. ঢ, ধ, ঙ
ঘ. গ, চ, জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--২৬
বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--২৭
কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. প ফ ব ভ ম
উত্তরঃ ক
প্রশ্নঃ--২৮
কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
ক. ক এবং খ
খ. খ এবং ল
গ. ট এবং ঠ
ঘ. এ এবং ঐ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--২৯
কোন দুটি অঘোষ ধ্বনি?
ক. চ ছ
খ. ড ঢ
গ. ব ভ
ঘ. দ ধ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৩০
যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক. খাই
খ. দিবস
গ. দিন
ঘ. মাত্রা
উত্তরঃ ক
প্রশ্নঃ--৩১
উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যেতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
ক. 'চ' স্বরধ্বনি
খ. 'ট' স্বরধ্বনি
গ. 'অ' স্বরধ্বনি
ঘ. 'গ' স্বরধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ--৩২
নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ ?
ক. ঐ, ঔ
খ. ই, উ
গ. ই, উ
ঘ. ও, এ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৩৩
কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ ক
প্রশ্নঃ--৩৪
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
ক. কার
খ. ফলা
গ. ফলাই
ঘ. ফলের
উত্তরঃ খ
প্রশ্নঃ--৩৫
আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
ক. বাহান্নটি
খ. পয়তাল্লিশটি
গ. চুয়ান্নটি
ঘ. আটত্রিশটি
উত্তরঃ খ
প্রশ্নঃ--৩৬
সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?
ক. স্বরবর্ণে
খ. ব্যঞ্জন বর্ণে
গ. শীষ বর্ণে
ঘ. বিবৃত বর্ণে
উত্তরঃ ক
প্রশ্নঃ--৩৭
উচ্চারণের সঙ্গে কোনটির সংশ্লিষ্ট ?
ক. IPA
খ. বানান
গ. Monosyllabic word
ঘ. Diphthong
উত্তরঃ ক
প্রশ্নঃ--৩৮
তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য 'অ" কি হয় ?
ক. বিবৃত হয়
খ. প্রকৃত হয়
গ. সংবৃত
ঘ. অপঋতি হয়
উত্তরঃ গ
প্রশ্নঃ--৩৯
ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে--
ক. ব্যঞ্জনধ্বনি
খ. স্বরধ্বনি
গ. যৌগিক স্বরধ্বনি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ--৪০
বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি
ক. ৬টি
খ. ৭টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ ক
প্রশ্নঃ--৪১
‘ফ’ ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক পরিচয় হল-
ক. ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
খ. দন্ত্য, মহাপ্রাণ ও ঘোষ
গ. কণ্ঠ অল্পপ্রাণ ও অঘোষ
ঘ. ওষ্ঠ অল্পপ্রাণ ও অঘোষ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৪২
সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি বর্ণে দ্যোতিত তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল ?
ক. শ, ষ, স
খ. র, ড়, ঢ়
গ. ন, ণ, ল
ঘ. স, ষ, হ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৪৩
'ড়' ও 'ঢ়' ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে ?
ক. ঘোষধ্বনি
খ. শিশধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি
ঘ. তাড়নজাত ধ্বনি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৪৪
কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক. ও এবং ই
খ. এ এবং ই
গ. অ এবং ই
ঘ. উ এবং ই
উত্তরঃ ক
প্রশ্নঃ--৪৫
কোনটি অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি ?
ক. ক্ষ
খ. ঃ
গ. ং
ঘ. ৺
উত্তরঃ খ
প্রশ্নঃ--৪৬
বিসর্গের উচ্চারণ শব্দের শেষে কোন বর্ণের মত হয় ?
ক. ত
খ. থ
গ. হ
ঘ. ষ
উত্তরঃ গ
প্রশ্নঃ--৪৭
‘সুস্পষ্টরূপে’ শব্দটির কোন বিশ্লেষণটি ঠিক?
ক. সুস্পষ্ট + রূপে
খ. সু+স্পষ্ট+রূ+পে
গ. সু+স্পষ্ট+রুপ+এ
ঘ. সুস্পষ্ট+রূপ+এ
উত্তরঃ গ
প্রশ্নঃ--৪৮
বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৩টি
ঘ. ৯টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--৪৯
‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে উহার সঙ্গে কি যোগ করতে হয়?
ক. ‘অ’ ধ্বনি
খ. স্বরধ্বনি
গ. হ্রস্বধ্বনি
ঘ. ব্যঞ্জনধ্বনি
উত্তরঃ ক
প্রশ্নঃ--৫০
ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ গ
রমজান,,,,
প্রশ্নঃ--৫১
ওষ্ঠ্য বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৩ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--৫২
বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
ক. আম্র, বৃহৎ, মিঞা
খ. আয়না, হণি, ঋণ
গ. রং, চাঁদ, দুঃখ
ঘ. শিউলি, উচিত, বৃষ
উত্তরঃ গ
প্রশ্নঃ--৫৩
কোন বর্ণগুলোতে অর্ধমাত্রা ব্যবহৃত হয়?
ক. ধ এবং গ
খ. ত এবং ঠ
গ. ট এবং থ
ঘ. এ এবং ঐ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৫৪
কোন বর্ণের দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে ?
ক. চ - বর্গীয় ধ্বনি
খ. ট - বর্গীয় ধ্বনি
গ. ক - বর্গীয় ধ্বনি
ঘ. প - বর্গীয় ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ--৫৫
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
ক. পদ
খ. ধ্বনি
গ. কারক
ঘ. বর্ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ--৫৬
‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় কি বলে?
ক. বর্ণ
খ. কথা
গ. বাক্য
ঘ. ব্যাকরণ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৫৭
‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?
ক. খ + য
খ. ম + হ
গ. ক+স
ঘ. ক + ষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৫৮
একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ?
ক. দীর্ঘ
খ. হ্রস্ব
গ. বিবৃত
ঘ. সংবৃত
উত্তরঃ ক
প্রশ্নঃ--৫৯
কোন দু’টি মহাপ্রাণ ধ্বনি?
ক. খ, ঝ
খ. ক, খ
গ. ত, দ
ঘ. চ, জ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৬০
ভাষার শব্দ গঠিত হয়--
ক. বর্ণের সমন্বয়ে
খ. চিহ্নের সমন্বয়ে
গ. ধ্বনির সমন্বয়ে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ--৬১
কোন শব্দে - এর প্রকৃত উচ্চারণ বব্জায় রয়েছে ?
ক. পথে ঘাটে
খ. ক্যাট, ব্যাট
গ. তেনা দেখা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ--৬২
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ--৬৩
স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৩ টি
ঘ. ৪ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৬৪
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--৬৫
পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কি হয় ?
ক. বিবৃত
খ. স্বাভাবিক
গ. অবিকৃত
ঘ. সংবৃত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৬৬
'হ' বর্ণে দ্যেতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত তাকেই কি বলে ?
ক. শিশধ্বনি
খ. অঘোষধ্বনি
গ. উষ্ম ঘোষধ্বনি
ঘ. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ--৬৭
উচ্চারণের বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয়?
ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
খ. কণ্ঠ ধ্বনি ও দন্ত্য ধ্বনি
গ. ওষ্ঠ্য বর্ণ ও তালব্য বর্ণ
ঘ. অঘোষ ও ঘোষ ধ্বনি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৬৮
স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৩ টি
ঘ. ৬ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৬৯
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয়--
ক. ব্যঞ্জনধ্বনি
খ. স্বরধ্বনি
গ. অঘোষ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ--৭০
দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে ?
ক. ঘিত বর্ণ
খ. অযোগবাহ বর্ণ
গ. নাসিক্য বর্ণ
ঘ. সংবৃত বর্ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ--৭১
বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
ক. ১০টি
খ. ১৫টি
গ. ২০টি
ঘ. ২৫টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৭২
বিসর্গ (ঃ) বর্ণটি নিচের কোন বর্ণের একটি রূপান্তর?
ক. স
খ. হ
গ. শ
ঘ. ম
উত্তরঃ খ
প্রশ্নঃ--৭৩
হ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলে মূলত সেটিকে কি বলে ?
ক. তাড়নজাত ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ঘোষধ্বনি
ঘ. পার্শ্বিক ধ্বনি
উত্তরঃ গ
প্রশ্নঃ--৭৪
যৌগিক স্বরের অপর নাম কি ?
ক. প্রকৃতাক্ষর
খ. হ্রস্বস্বর
গ. দীর্ঘস্বর
ঘ. সান্ধ্যক্ষর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৭৫
খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ রয়েছে কোনটিতে ?
ক. তেনা , খেমটা
খ. দেখা, ব্যাট
গ. খেলা > বেলা
ঘ. গেয়ে, যেয়ে
উত্তরঃ ক
প্রশ্নঃ--৭৬
তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি?
ক. ক,ঘ
খ. চ,ছ
গ. ড়,ঢ়
ঘ. প,ফ
উত্তরঃ গ
প্রশ্নঃ--৭৭
দন্ত্য বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ--৭৮
'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
ক. যৌগিক স্বরধ্বনি
খ. তালব্য স্বরধ্বনি
গ. মিলিত স্বরধ্বনি
ঘ. কোনোটি নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ--৭৯
‘হ্ম’ এর বিশিষ্ট রূপ
ক. ক + ষ
খ. ক + ষ + ণ
গ. ক + ষ + ম
ঘ. হ + ম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৮০
যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি ?
ক. সাতটি
খ. দুটি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ খ
প্রশ্নঃ--৮১
যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধ ও থাকে না, সে সকল বর্ণকে বলে--
ক. স্পৃষ্ট বর্ণ
খ. অন্তঃস্থ বর্ণ
গ. অঘোষ বর্ণ
ঘ. ঘোষ বর্ণ
উত্তরঃ ক
প্রশ্নঃ--৮২
বাংলায় 'ণ' এবং 'ন' বর্ণে দ্যেতিত ধ্বনি দুটিতে কি আছে ?
ক. ঐক্য
খ. পার্থক্য
গ. বৈসাদৃশ্য
ঘ. অসমতা
উত্তরঃ ক
প্রশ্নঃ--৮৩
ভাষার মূল উপাদান হচ্ছে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. বাক্য
উত্তরঃ গ
প্রশ্নঃ--৮৪
কোনটি মূল স্বরধ্বনি নয়?
ক. অ
খ. এ
গ. ঔ
ঘ. উ
উত্তরঃ গ
প্রশ্নঃ--৮৫
অনুস্বার (ং) এবং বিসর্গ (ঃ) এ দুটি বর্ণকে কি বর্ণ বলা হয়?
ক. ঘিত বর্ণ
খ. অযোগবাহ বর্ণ
গ. নাসিক্য বর্ণ
ঘ. সংবৃত বর্ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ--৮৬
ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
ক. এ্যা ধ্বনি
খ. ও ধ্বনি
গ. য়্ ধ্বনি
ঘ. উ ধ্বনি
উত্তরঃ ক
প্রশ্নঃ--৮৭
জিহ্বামূলীয় বর্ণ কোনটি ?
ক. ন
খ. গ
গ. থ
ঘ. ক
উত্তরঃ গ
প্রশ্নঃ--৮৮
কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ--৮৯
পরাশ্রয়ী ধ্বনি হল-
ক. ং, ঃ
খ. ৎ, ঁ
গ. অ
ঘ. য়
উত্তরঃ ক
প্রশ্নঃ--৯০
'এ' ধ্বনি বিকৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় ?
ক. শেষে
খ. মধ্যে
গ. আদিতে
ঘ. আদি - অন্তে
উত্তরঃ গ
প্রশ্নঃ--৯১
কোনটি ঘোষ বর্ণ?
ক. চ
খ. ছ
গ. জ
ঘ. প
উত্তরঃ গ
প্রশ্নঃ--৯২
হ্ম - কে ভাঙলে কোনটি হবে ?
ক. হ + ষ
খ. ষ + হ
গ. ম + হ
ঘ. হ + ম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৯৩
কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
ক. খ
খ. চ
গ. ঘ
ঘ. গ
উত্তরঃ গ
প্রশ্নঃ--৯৪
বাংলা উচ্চারণের নিয়ম ও রীতির আলোচনায় কোন পন্ডিতের নাম বিশেষভাবে স্বরণীয় ?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৯৫
অন্তঃস্থ বর্ণ ব -এর উচারণ ইংরেজি কোন বর্ণের মতো ?
ক. W
খ. Y
গ. Z
ঘ. X
উত্তরঃ ক
প্রশ্নঃ--৯৬
কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ক. ঐ, অ
খ. আ, ঔ
গ. ই, ঔ
ঘ. ঐ,ঔ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৯৭
অর্থবোধক ধ্বনিকে বলা হয়-
ক. বাক্য
খ. উপসর্গ
গ. শব্দ
ঘ. প্রত্যয়
উত্তরঃ গ
প্রশ্নঃ--৯৮
সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় 'ঋ' কোন বর্ণের মধ্যে রক্ষিত ?
ক. ব্যঞ্জনবর্ণের
খ. বিবৃতবর্ণের
গ. শীর্ষবর্ণের
ঘ. স্বরবর্ণের
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--৯৯
ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৬ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ--১০০
ই-ধ্বনির পরের অ বিবৃত হওয়ার উদাহরণ কোনটি ?
ক. তৃণ
খ. দৈব
গ. গঠিত
ঘ. কলম
উত্তরঃ গ
# রমজান ,,,,
বি,এ অনার্স(বাংলা)
পোস্টটি পড়ে কোন ভুল পেয়ে থাকলে নিজেরাই সংশোধন করে নিবেন।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

No comments

ads

Powered by Blogger.