সুশাসনের ১-২ নম্বর কমন পাওয়া যাবে আশা করছি
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুত
সুশাসনের ১-২ নম্বর কমন পাওয়া যাবে আশা করছি
সুশাসনের সংজ্ঞা
১। "সুশাসন মানবাধিকার ও আইনের শাসনকে নিশ্চিত করে , জনপ্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে " কার উক্তি ?
২। "সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শাসিত জনগণের , শাসকের সাথে শাসিতের সম্পর্কে বুঝায়।"
৩।শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরার্থক’ – বলেছেন কে ?
৪। ‘সার্বিক উন্নয়নের লক্ষে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভার্নেন্স’ – ???।
৫।আইনের দৃষ্টিতে সবাই সমান’ –একথা বলেছেন—
।
উত্তর :
১। কফি আনান
২। ম্যাককরনী
৩।প্লেটো
৪।বিশ্বব্যাংক
৫।অধ্যাপক ডাইসি।
।======
১। সুশাসন প্রত্যয়টি উদ্ভাবন করে কে ?
২। সুশাসন প্রত্যয়টিকে প্রথম সুস্পষ্ট ব্যাখ্যা দেয় কে ?
৩।সুশাসনের মূলনীতি প্রকাশ করে কে ?
উত্তর :
১। বিশ্ব ব্যাংক(1989)। ধারণা দেয় ১৯৯৪।
২। বিশ্ব ব্যাংক
৩। ইউএনডিপি ( ১৯৯৭)
=======
১। WB সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে ?
২। IMF সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে ?
উত্তর :
১। আশির দশকের দ্বিতীয়ার্ধে
২।১৯৯৬
=======
সুশাসনের উপাদান কতটি ?
।
১।UNDP এর মতে - ??
২।জাতিসংঘ এর মতে - ??
৩।বিশ্বব্যাংকের মতে-???
৪।UNHCR এর মতে- ??
৫।AFDB এর মতে- ??
৬।IDA এর মতে - ??
।
উত্তর
১। ৯
২।৮
৩। ৬
৪।৫
৫।৫
৬।৪ক. দায়িত্বশীলতা খ. স্বচ্ছতা গ. আইনি কাঠামো ও ঘ. অংশগ্রহণ।
========
১। "শাসক ও উন্নয়ন"শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ?
২। "শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন "শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ?
৩।বৈশ্বিক মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে ?
৪।সুশাসন নিশ্চিত করতে White paper প্রকাশ করে কে ?
উত্তর
১। বিশ্বব্যাংক ( ১৯৯২)
২। জাতিসংঘ ( ১৯৯৭)
৩। ইউএনডিপি
৪। EEC
==
১।সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য বিষয় হলো>> ??
২।সুশাসনের মানদন্ড হল>>??
৩।সুশাসনের পূর্বশর্ত--??
৪।সুশাসনের অন্যতম প্রতিবন্ধক হলো>>??
৫। জনগণ ও সরকারের Win Win Game বলা হয়
6, Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে যে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়েছে ?
৭।দুটি চরম পন্থার মর্ধবর্তী পন্থা হলো ' সুবর্ণ মধ্যক' এই ধারণার প্রবর্তক কে ?
8! Power : A New Social Analysis' গ্রন্থটি কার লেখা ?
৯।সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -
উত্তর
১.গণতান্ত্রিক মূল্যবোধ।
২।জনগণের সম্মতি ও সন্তুষ্টি বা জনগণের মত প্রকাশের স্বাধীনতা
৩।জবাবদিহিতা/ মত প্রকাশের স্বাধীনতা / অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
৪।দুর্নীতি/ স্বজনপ্রীতি
৫। সুশাসনকে
৬। টেকসই উন্নয়ন
৭।এরিস্টটল
৮। বার্ট্রান্ড রাসেল
৯।আস্থার সম্পর্ক গড়ে তোলে।
====
অন্য কোথাও পোস্ট করলে পেইজের কার্টেসি দিয়ে বাধিত করবেন , ধন্যবাদ ।
No comments